শিরোনাম: আশা
=============
লেখক: ইমরান ফারুকী
=============
আশা নামক শব্দটির উক্তি
বাঁচার পরিশুদ্ধ সঞ্চীবনী শক্তি
আশার আলোই অবরুদ্ধ জীবনের মুক্তি
দেহে যোগায় সাহস ও শক্তি।।
জীবন গতির মুহূর্ত হতেই পারে !
আলোহীন পঙ্কিল কন্টাকাকীর্ণ !
বিপদ সঙ্কুল জগত সংসারে
আশা মানুষকে ভাবতে উদ্বুদ্ধ করে।।
সুখ দু:খের বেড়াজালে
আবদ্ধ বেলা অবেলা
প্রকৃতির নিয়মেই চলে
আলো আঁধারের খেলা ।
বৈচিত্র্যময় এ জগৎ সংসার সাগরে
দুঃখের অনামিশা কাটে
নতুন সূর্য উঠে,
নতুন আশার স্বপ্নে
আবার জেগে উঠবে
সফলতা ঢেকে দিক ব্যর্থতাকে
সুদীর্ঘ ক্লান্ত রজনী শেষে ।।
আশা ও স্বপ্নের যোগ সূত্রে গাঁথা আমরণ
আশার আলোই আগামীর স্বপ্নময় জীবন ।।
কবিতাঃ আশা, হালিশহর নিউজ
নতুন ও পুরাতন লেখকদের লিখা, কবিতা, উপন্যাস,
আমাদের হালিশহর নিউজ ডটকম এ নিয়মিত প্রকাশ করে থাকি। #Halishaharnews
Leave a Reply