জানি তোমায় পাবোনা খুজে – কবি ইকবাল হায়দার পায়েল
===============
তোমার কথা ভাবি বসে
চেয়ে আকাশ পানে
জানি তোমায় পাবোনা
খুজে কভু সেখানে
তুমি আছ তোমার মত
তোমারই প্রান্তে
আমি কি আর পাবো তোমায়
আমার দিগন্তে?
আকাশ আমায় স্বপ্ন দেখাই
বাছতে শেখাই একা
রোজ প্রতিদিন তোমার আশায়
আকাশটা হয় দেখা।
প্রজাতি গানে গানে
তোমার খবর আনে
শিশিরগুলো বৃষ্টি হয়ে
ঝরে চোখের কোনে
তোমার কথা ভাবি বসে
চেয়ে আকাশ পানে
জানি তোমায় পাবোনা
খুজে কভু সেখানে।
লেখকঃ কবি ইকবাল হায়দার পায়েল
NET24 – Halishahar
হালিশহরে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে Net24 তাই, ভালো মানের ইন্টারনেট সেবা পেতে এখনি যোগাযোগ করুনঃ
NET24, B-block Halishahar Chattogram
Call: 01608805860
Leave a Reply