অকৃত্রিম ভালোবাসার স্রোত ও রাজকীয় বিদায়
আল্লামা নূর হুসাইন কাসেমী (রাহিমাহুল্লাহ)রাজকীয় বিদায় আল্লামা নূর হুসাইন কাসেমী (রাহিমাহুল্লাহ)
২০২০ সালে চলে গেলেন যেসকল আলেম…
১। শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী (রাহ.), কুমিল্লা।
ইন্তেকাল: ৩১-১২-২০১৯ইং২। শায়খুল হাদিস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক শায়খে হবিগঞ্জী (রাহ.) ইন্তেকাল: ০৫-০১-২০২০ইং
৩। শায়খুল হাদিস আল্লামা আজহার আলী আনোয়ার শাহ কিশোরগন্জী (রাহ.)
ইন্তেকাল: ২৭-০১-২০২০ইং৪। শায়খুল হাদিস আল্লামা আব্দুল হাই বংশিবপাশা (রাহ.)
ইন্তেকাল: ২৮-০৩-২০২০ ইম৫। খলিফায়ে মাদানী সদরে জমিয়ত শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী (রাহ.)
ইন্তেকাল: ০৮-০৪-২০২০ইং৬। পীরে কামেল আল্লামা সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারী (রাহ.)
ইন্তেকাল: ১৪-০৪-২০২০ইং৭। বিশ্ব বিখ্যাত দাঈ, তাবলীগ জামাত ইউরোপের জিম্মাদার, বিমান ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব (রাহ)
ইন্তেকাল: ১১-০৪-২০২০ইং৮। আল্লামা মুফতী আব্দুর রহীম বুখারী (রাহ), (পটিয়া মাদ্রাসার বুখারী সাহেব হুজুরের মেঝ ভাই)।
ইন্তেকাল: ১৬-০৪-২০২০ ইং৯। বিশ্বনদিত মুফাচ্ছিরে কোরআন শায়খুল হাদিস আল্লামা হাফিজ যুবায়ের আহমদ আনসারী (রাহ.)
ইন্তেকাল: ১৭-০৪-২০২০ইং১০। আল্লামা শাহ আহমাদ শফি রহিমাহুল্লাহ।
ইন্তিকালঃ ১৮ সেপ্টেম্বর, ২০২০ ইং১১/ আল্লামা নুর হোসাইন কাসেমী ( রহঃ)
ইন্তেকাল: ১৩/১২/২০২০ইংআল্লাহ তা’আলা সকলকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমীন।
Leave a Reply