শোক সংবাদ – সূফী সম্রাট দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন।
দেওয়ানবাগ দরবার শরীফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সম্মানিত আশেকে রাসুল ভাই ও বোনেরা!
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দেওয়ানবাগ শরীফ এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী ইসলামের শ্রেষ্ঠ সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মাদ্দাজিল্লুহুল আলী) হুজুর কেবলাজান, আজ ২৮ শে ডিসেম্বর সোমবার ভোর ৬.৪৮ মিনিটে ওফাৎ লাভ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আজকে লাখো লাখো আশেকের রাসূল (সঃ) ভক্তবৃন্দকে রেখে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।
আমরা হালিশহর নিউজ পরিবার তার আত্মার মাগফেরাত কামনা করছি।
শোক সংবাদ – সূফী সম্রাট দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন।
সূত্র
https://www.facebook.com/333898629988460/posts/3904221806289440/
Leave a Reply