জোনভিত্তিক লকডাউন হতে পারে চট্টগ্রামেও।
জোনভিত্তিক লকডাউন হতে পারে চট্টগ্রামেও।
বাড়ছে করনা রোগী বাড়ছে শঙ্কা ঢাকায় লকডাউন সিদ্ধান্ত নেয়া হলেও দেশের দ্বিতীয় সর্বোচ্চ সনাক্ত এলাকা চট্টগ্রাম
এর জন্য এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ঢাকার পরে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে চট্টগ্রাম। রাজধানীর পূর্ব রাজারবাগ
এলাকায় আক্রান্তের হার বেশি বলে সেখানে ৯জুন রাত ১২ টা থেকে জোন ভিত্তিক লগ ডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
আর এই চট্টগ্রাম মহানগরীর মধ্যে কোতোয়ালি সবচেয়ে বেশি এবং উপজেলার মধ্যে পটিয়ায় বেশি। চট্টগ্রামের
অঞ্চলভিত্তিক লকডাউনের কোনো সিদ্ধান্ত রয়েছে কি না জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে বুধবারের দিকে এই ধরনের অঞ্চলভিত্তিক সিদ্ধান্ত আসতে পারে। আর তখন আমরা পরিকল্পনা গ্রহণ করব।
bangla news paper today, Article-National, Chittagong, Halishahar, Sawndip, Business, Entertainment, Sports, Crime, Politics, Education, Lifestyle,
Travel, latest bangla news headlines, breaking news in bangla on Halishahar News, হালিশহর সংবাদ সত্যের সন্ধানে অবিচল-Daily Halishahar News
Leave a Reply