আমি আসব বাল্য কৈশরের পরে,
ধরণীর বুকে অন্ধকার কাটাতে যেমন সুর্য হাসে-
রাতের জোৎসনার মত তারা হয়ে জ্বলব তোমার পাশে।
আমি আসব সেই কলি থেকে ফুটন্ত গোলাপ হয়ে-
আমি আসব একাত্তরের গুলি হয়ে,
তোমার জিবনের শত্রুর দমন করতে
বীরের মত থাকব পাশে মুছে দেব গ্লানি।
আমি আসব তারকাখচিত আকাশের রাত হয়ে-
আকাশ দিতে নারাজ নিষ্প্রাণ দিনকে,
শান্তি সফল গভীরে যৌবনে একটি মন
আমি আসব নিষ্পাপ হৃদয়ে ভালবাসা নিয়ে।
আমি আসব – সম্রাট মিয়া । কবিতার আসর
লিখক
মোঃ সম্রাট মিয়া
কর্মরতঃ
কিউ, সি
বিভাগঃ- ফিনিশিং-০৪
প্যাসিফিক জিন্স লিমিটেড।
সূত্রঃ- প্যাসিফিক জিন্স, আলোকিত আগামী ২০২১
Leave a Reply