ফেরেশতা হযরত জিবরাঈল (আঃ) এর কাজ কি জেনেনিন। ইসলাম প্রতিদিন।
চারজন প্রধান ফেরেশতার মধ্যে একজন হলেন হযরত জিবরাঈল (আঃ)।
হযরত জিবরাঈল (আঃ) তিনি নিমিষের মধ্যে পাঁচ শত বছরের রাস্তা অতিক্রম করিতে পারেন। পয়গম্বরগণের নিকট আল্লাহর বাণী পৌঁছান, ছিল হযরত জিবরাঈল (আঃ) এর কাজ।
হযরত রাসূলে করীম (দঃ) এর নিকট তিনি বহু বার আসিয়াছেন। নবীজির পরিচিত কোনও ব্যক্তির আকৃতিতে তিনি আসিতেন।
অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে তিনি বেশি আসিতেন। এই মাসে তিনি আঁ-হযরত (দঃ) কে এক খতম কোরআন নিজে পড়িয়া শুনাইতেন আর এক খতম আঁ-হযরত (দঃ) পড়িতেন, আর তিনি শুনিতেন।-বোখারী
জিবরাঈল ফেরেশতা হযরত রাসূলুল্লাহ্ (দঃ) এর নিকট ওহী লইয়া আসিতেন, কাফেরগণ ইহা বিশ্বাস করিত না, তাই হযরত রাসূলুল্লাহ্ (দঃ) এর পাক জবানে ফেরেশতার আগমনের কথা শুনিলে ইহাকে তাহারা পাগলের উক্তি বলিয়া উপহাস করিত।
ইহার প্রতি-উত্তরে আল্লাহ তায়ালা কোরআন পাকের এই আয়াত নাজিল করিয়াছেন যার অর্থ,
হে অবিশ্বাসীগণ ! কোরআনকে তোমরা মোহাম্মদ (দঃ) এর মনগড়া কথা মনে করিয়া থাকো, অথচ ইহা তাহার মনগড়া কথা নয়, বরং ইহা একজন অতি মর্যাদাবান দূতের কথা, সেই দূত অতি শক্তিশালী; আরশের মালিক আল্লাহ তায়ালার দরবারে তাহার মর্যাদা অতি উচ্চে। সেইখানে অন্যান্য সকল ফেরেশতা তাহার আদেশ মানিয়া চলেন। তিনি অত্যন্ত আমানতদার- বিশ্বস্ত, যে বাণী তাহাকে পৌঁছাইতে দেওয়া হয়, উহাতে তিনি কোনরূপ যোগ-বিয়োগ বা কোন রকম রদবদল না করিয়া হুবহু উহাই নবীদের নিকট পৌঁছাইয়া দেন।
আর তোমাদের সাথী হযরত মুহাম্মদ (দঃ) পাগল নন। তিনি সেই সম্মানিত দূত (জিবরাঈলকে) অবশ্যই আকাশের প্রকাশ্য প্রান্তে দেখিয়াছেন।
মে’রাজ উপলক্ষে হযরত জিবরাঈল (আঃ) হযরত রাসূলুল্লাহ্ (দঃ) এর সফরের সাথী ছিলেন।
ওহুদের যুদ্ধের সময় যে দুইজন ফেরেশতা হযরত রাসূলুল্লাহ (সঃ) এর হেফাজত করিতেছিলেন, তাহাদের একজন ছিলেন হযরত জিবরাঈল (আঃ), অপরজন হযরত মীকাঈল (আঃ)।
কোরআন পাকের ‘সূরা বাকারায়’ এই দুইজন ফেরেশতার নাম উল্লেখ রহিয়াছে।
লেখাটির সূত্রঃ-
মাওলানা মোহাম্মদ আজিজুল হক
সাহেবের লেখা,
মকসুদুল মোমেনিন বা বেহেশতের সম্বল, বইটির প্রথম দ্বিতীয় ও তৃতীয় খন্ড একত্রে থেকে।
পরিবেশনায়ঃ-
সোলেমানিয়া বুক হাউস
বায়তুল মোকাররম, বাংলাবাজার ঢাকা।
Leave a Reply