ওজুতে মাকরুহ্ কি কি? ওযুর মাকরুহ্ – হালিশহর নিউজ
ওজুর মধ্যে নিম্নলিখিত কাজগুলি করা মাকরূহ-
(১) জোরে জোরে মুখমণ্ডলে পানি নিক্ষেপ করা।
(২) বাম হাতের সাহায্যে মুখমণ্ডল ধৌত করা।
(৩) বাম হাতে কুলির পানি মুখে দেওয়া ।
(৪) ডান হাতের সাহায্যে নাকের ভিতর পরিষ্কার করা।
(৫) বাম হাতের সাহায্যে নাকে পানি দেওয়া ।
(৬) তিনবার মাথা মাসেহ করা।
(৭) ওজুর অঙ্গসমূহ তিন বারের কম বা বেশী ধৌত করা।
(৮) ওজুতে প্রয়ােজনে অতিরিক্ত পানি খরচ করা ।
(১০) নিজের জন্য ওজুর পাত্র নির্দিষ্ট করিয়া রাখা।
ওজুতে মাকরুহ্ কি কি?
ওজুতে সুন্নত্ কি কি? জেনেনিন ওযুর সুন্নাত সমূহ | হালিশহর নিউজ
Leave a Reply