ওজুতে সুন্নত্ কি কি? জেনেনিন ওযুর সুন্নাত সমূহ | হালিশহর নিউজ
১। ওজুর নিয়ত করা। নিয়ত এই
উচ্চারণঃ নাওয়াইতু আন আতাওয়াজ্জায়া লেরাফইল হাদাসে ওয়াস্তে বাহাতাল লিছ ছালাতে ওয়া তাকাররােবান্ ইলাল্লাহে তায়ালা।
অর্থাৎ, আমি নাপাকী দূর করিবার, শুদ্ধরূপে নামাজ পড়িবার ও আল্লাহ্ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে ওজু করিতেছি।
ওজুতে সুন্নত্ কি কি?
(২) ওজু আরম্ভ করিবার সময় ‘বিসমিল্লাহ পড়া।
(৩) দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করা।
(৪) মেস্ওয়াক বা দাঁতন দ্বারা দাঁত পরিস্কার করা ।
(৫) প্রত্যেক বারে নূতন পানি লইয়া তিনবার কুলি করা ।
(৬) রােজাদার না হলে কুলিতে গড়গড়া করা।
(৭) প্রত্যেক বারে নূতন পানি লইয়া তিনবার নাক সাফ করা ।
(৮) দাড়ি খেলাল করা।
(৯) উভয় হাতের অঙ্গুলি খেলাল করা ।
(১০) ওজুর প্রত্যেক অঙ্গ তিন-তিনবার ধৌত করা।
(১১) সারা মাথা একবার মাসেহ্ করা ।
(১২) উভয় কান মাসেহ্ করা ।
(১৩) ওজুর ফরজ পালনকালে তরতীব’ টিক রাখা।
(১৪) এক অঙ্গ না শুকাইতে অপর অঙ্গ ধৌত করা।
(১৫) ‘হাত ও পায়ের আঙ্গুলির অগ্রভাগ হইতে ধােওয়া আরম্ভ করা ।
(১৬) উভয় পায়ের অঙ্গুলিগুলি খেলাল করা।
ওজুর ফরজ কাজগুলি করিতে তরতীব’ ঠিক রাখার অর্থ প্রথমে মুখমণ্ডল ধৌত করা, তারপর হাত ধৌত করা, তারপর মাথা মাসেহ্ করা এবং সর্বশেষ পা ধৌত করা। এই নিয়মের ব্যতিক্রম করিলে সুন্নতের বরখেলাফ করা হইবে।
ওজুতে সুন্নত্ কি কি?
Leave a Reply