ঘোড়ার গাড়ি
varasheba Rent A car
ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামলে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়।
কলকাতা থেকে প্রথম ঢাকার রাস্তায় ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় ঘোড়ার গাড়ি নামানোর ব্যবস্থা করা হয় ঊনিশ শতকের মাঝামাঝি সময়। ইংরেজদের চলাচলের সুবিধার্থে রাস্তাঘাটের উন্নতি শুরু হয়। ইংরেজদের পাশাপাশি দেশিয় জমিদার ও অভিজাত শ্রেণির লোকজনও ঘোড়ার গাড়িকে বাহন হিসেবে ব্যবহার করতে শুরু করে।
ঘোড়ার গাড়ি বড় শহর থেকে ধীরে ধীরে মফস্বল শহরেও এর প্রচলন ঘটে।আধুনিক যন্ত্রচালিত যানবাহনের ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ির বিলুপ্তি সাধিত হয়েছে। তবে ঢাকা, চট্রগ্রাম, দিনাজপুর, রাজশাহী,যশোর, নওগাঁ, ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলের শহর ও গ্রামে এখনও মাঝে মধ্যে ঘোড়ার গাড়ি দিয়ে যাত্রী ও মালামাল পরিবহণ করতে দেখা যায়।
বিশেষ কোনো উৎসব-দিবস,বিয়ের অনুষ্ঠানে, কর্পোরেট অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে জাঁকজমকভাবে সাজানো সারি সারি ঘোড়ার গাড়ি এ যুগেও সকলের দৃষ্টি আকর্ষণ করে।
varasheba Rent A car
আমরা চট্রগ্রাম সিটিতে বিলুপ্ত ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িকে আপনাদের যেকোনো উৎসব-দিবস,বিয়ের অনুষ্ঠানে, কর্পোরেট অনুষ্ঠানে বাহন হিসেবে যাত্রী পরিবহণের জন্য ঘোড়ার গাড়ি ভাড়া দিয়ে থাকি।
চট্রগ্রাম সিটি – বাকলিয়া, বায়েজিদ, পাহাড়তলী, পাঁচলাইশ,পতেঙ্গা, চান্দগাঁও, বন্দর, ডবলমুরিং, হালিশহর, কর্ণফুলী, খুলশী, কতোয়ালী, আকবরশাহ, চকবাজার, সদরঘাট, ইপিজেড এলাকার জন্য ঘোড়ার গাড়ি ভাড়া দিয়ে থাকি।
ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করুন –
অফিস ঠিকানা
varasheba Rent A car
Block-A Halishahar Chattograme,
Mobail Number: 01622312299
Email:varasheba01@gmail.com
Website:www.varasheba.com
Leave a Reply