হালিশহর বধ্যভূমিকে সংরক্ষণের আহ্বান ছাত্র ইউনিয়নের।
গতকাল ৮ ডিসেম্বর দুপুরে ছাত্র ইউনিয়ন, পাহাড়তলী থানা সংসদের যুগ্ম আহ্বায়ক নিশান রায় এর উদ্যোগে হালিশহর বধ্যভূমি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
দীর্ঘদিন ধরে এই বধ্যভূমিটি অযত্নে অবহেলায় পড়েছিল। সরকারী পাথর এর স্তুপে ঢাকা পড়ে যায় শহীদের স্মৃতি বিজড়িত এই স্থানটি।
হালিশহর বধ্যভূমি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
হালিশহর মধ্যম নাথপাড়ায়( বর্তমানে মাইজ পাড়া নামে পরিচিত) অবস্থিত বধ্যভূমিতে পড়ে থাকা রাস্তার কাজে ব্যবহৃত পাথরের টুকরো।
স্থানীয় মানুষের সহযোগিতায়, পাথর ও ময়লা সরিয়ে নেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,পাহাড়তলী থানা সংসদের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নিশান রায়, সদস্য শুভ দেবনাথ, তরুণ লেখক কার্তু সরকার, মাইজ পাড়া এলাবাসীর পক্ষ থেকে জনাব হাজী মোহাম্মদ, মো রাহাত, রোহিত ইসলাম, মো আকিব, মো ফাহিম, হাসান প্রমুখ।
ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নিশান রায় বলেন
আমরা ছাত্র ইউনিয়ন এর নেতৃবৃন্দ অবহেলিত বধ্যভূমি সংস্করণ ও সৌন্দর্যবর্ধন এর জন্য স্থানীয় লোকদের সাথে নিয়ে সিটি করপোরেশন বরাবর স্মারক লিপি প্রদান করবো।
Leave a Reply