ওজুতে ফরজ কি কি?
ওজুর মধ্যে চারিটি কাজ ফরজ। উহার কোনটি বাদ পড়িলে ওজু শুদ্ধ হইবে না, আর ওজু শুদ্ধ না হইলে নামাজও শুদ্ধ হইবে না।
ওজুতে ফরজ কি কি? হালিশহর নিউজ
সেই চারিটি কাজ হইতেছে-
(১) কপালের উপরিভাগে চুল গাজাইবার স্থান হইতে থুতীর নীচ পর্যন্ত এবং পার্শ্বের দিকে দুই কানের লতি পর্যন্ত পুরা মুখমণ্ডল ধৌত করা।
(২) দুই হাত কনুইসহ ধৌত করা।
(৩) মস্তকের চারিভাগের একভাগ মাসেহ্ করা।
(৪) উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করা।
Leave a Reply