হালিশহর এ ব্লকে নালায় অসুন্দর ঢালাই। হালিশহর নিউজ
অসুন্দর ঢালাই! রড গুলো একসাথে লাগানো ! কিছু কিছু ক্ষেত্রে ইউ টাইপ রড নেই! কোনরকম সিঙ্গেল রড তাঁর দিয়ে বেঁধে উপরে তুলে দেওয়া হয়েছে।
হালিশহর এ ব্লকে অসুন্দর নালা
সাদা বৃত্তে ভিতরে দেখুন, রড় গুলো কি ভাবে লাগিয়ে দিচ্ছে।
এক জায়গায় মোটা ঢালাই, আরেক জায়গায় পাতলা ঢালাই! নিচে সলিং পুরাতন ইট বিছিয়ে ঢালাই করা হয়েছে, পয়ঃনিষ্কাশন লেভেল বুঝার উত্তর নেই।
আঁকাবাকা ঢালাই, বলে প্রত্যক্ষ ব্যক্তিগণ জানিয়েছেন।
এ ব্লকে নালায় অসুন্দর ঢালাই।
দেখুন রড় গুলো আঁকাবাঁকা কোন রকম ভাবে লাগিয়ে দিচ্ছে, দেখার যেনো কেউ নাই।
এই কাজ আর্মিকে না দেওয়াতে কাজের মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
হালিশহর এ ব্লকে নালায় ঢালাই।
দেখুন ছবিটা, রড় গুলো একটা চেয়ে আরেকটা কতোটা দূরত্ব, আকা বাকা কাজ
স্থান – সুপার মার্কেট, এ-ব্লক, হা/এ, হালিশহর, চট্টগ্রাম
ছবি ও তথ্যঃ- রাজু
Leave a Reply