শিরোনাম : বই – লেখক : কবি ইমরান ফারুকী
বই পার্থিব জীবনের অঙ্গ
প্রকৃত জ্ঞানার্জনের সর্বোত্তম সঙ্গ
সুখ দুঃখানুভ‚তির বহি: প্রকাশে তৃপ্ত
বই হল উৎকৃষ্ট মাধ্যম তাই শ্রেষ্ট।।যুগে যুগে অনুসন্ধিৎসু মানবগোষ্টী
সভ্যতার বিবর্তনে ও পরিবর্তনে,
বই জ্ঞানার্জনে দেয় হামাগুড়ি
বই নিয়ে রঙ্গিন ফানুসে উড়োউড়ি।।বই হল নিত্য দিনের পরম সঙ্গি
আশা,আকাঙ্ক্ষা,ব্যর্থতা
সফলতার প্রামান্য প্রতিচ্ছবি।।জীবনধারার অবসাদাক্লিষ্ট মুহুর্তে
বই ভুলিয়ে দেয় অপূর্ণতার বেদনাকে,
বয়ে যায় মহানন্দের ঝরনা ধারা
যেন হঠাৎ বর্ষনে বারিধারার পবিত্রতা।।বই এনে দেয় চিত্তের প্রশান্তি
অবসরের মূহূর্তের উৎকৃষ্ট সঙ্গী
বই পড়ার আনন্দই সর্বোৎকৃষ্ট সন্তুষ্টি।।বইয়ের মাধ্যমে সাহিত্য সংস্কৃতি,কৃষ্টির
সর্বদা জ্ঞানর্জনের নিবিষ্ট মানবগোষ্টী
বই হল মানব জীবনের আলোর দিশারী
যুগ যুগান্তরের উৎকৃষ্ট প্রামান্য প্রতিচ্ছবি
বই হল পরিশুদ্ধতা অর্জনের মূল চাবিকাটি।।
Leave a Reply