আকাশ তুমি – জিকু কান্তি মিত্র । কবিতার আসর
আনমনেতে দাঁড়িয়ে আমি
দেখছি নীল আকাশ।
বিন্দু বিন্দু মেঘকনা সব
ছুঁয়ে যায় আমার মনে ক্যানভাস।
বলছি শোন আকাশ তোমায়
রাঙাবো আজ আমি।
মনের যতো রঙ আছে সব
সাজবে ওগো তুমি।
তোমার নীলে নীল হবো আজ
বাড়িয়ে দিলাম হাত।
তোমার সাথে দেখবো গো আজ
গৌধুলির মায়ায় স্নিগ্ধ প্রভাত।
কবিতার আসর
লিখক
জিকু কান্তি মিত্র
কর্মরতঃ
কিউ, এ
বিভাগঃ- এফ কিউ সি
এন এইছ টি ফ্যাশনস লিমিটেড।
সূত্রঃ- প্যাসিফিক জিন্স, আলোকিত আগামী ২০২১
Leave a Reply