1. admin@halishaharnews.com : halishaharnews com : halishaharnews com
  2. varasheba01@gmail.com : Md Sajjad Hossen : Md Sajjad Hossen
হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড। - halishaharnews.com - চট্টগ্রাম হালিশহরের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম - হালিশহর সংবাদ সত্যের সন্ধানে অবিচল হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলা উদ্বোধন ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট ফ‍্যামিলি ঘর ভাড়া দেওয়া হবে। Halishahar News খুলশী এলাকায় রেডি ফ্লাট বিক্রি করা হবে। আগ্রহীগন যোগাযোগ করুন। মির্জাপুল এলাকায় বাসা ভাড়া দেওয়া হবে। halishsahar news একটি শোক সংবাদ – আমেরিকা প্রবাসী নিজাম উদ্দিনের মা ইন্তেকাল করেছেন Cox Hill Tower in Cox’sbazar | কক্স হিল টাওয়ার আবাসিক হোটেল | Hotel booking in Bangladesh Sea Front Resort in cox’sbazar | Hotel booking গ্রাম বাংলা ট্রান্সপোর্ট বাস এর সকল কাউন্টার আপডেট নাম্বার | গ্রাম বাংলা ট্রান্সপোর্ট- চট্রগ্রাম ফেনী কুমিল্লা বরুড়া কক্সবাজার জেনে নিন চট্টগ্রাম সিটিতে কোন মার্কেট কোন দিন বন্ধ থাকে | চট্টগ্রামে সাপ্তাহিক মার্কেট বন্ধের সময়সূচী




হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

চট্টগ্রাম হালিশহর এর পশ্চিমে অবস্থিত জেলে পাড়া সাগর পাড়, অনেকেই আবার হালিশহর সাগর পাড় বা হালিশহর দইজ্জার কুল নামে চিনে থাকেন।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল।

জেলেপাড়া সাগর পাড়ে প্রতিদিন শত শত দর্শনার্থী ঘুরতে আসেন, সাগর, নৌকা, বোট, কেওড়া বনে
বসে মনে সুখে আড্ডা দিতে পারেন পরিবার বা প্রিয়জনকে নিয়ে।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

বিকেল হলে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়, হালিশহর সাগর পাড়ে বসেন অস্থায়ী চটপটি ফুচকার দোকান, কাঁকড়া ভাজি, পিয়াজু ভাজি, বুট বাদাম ভাজা, নাগরদোলা, ধোলনা, নৌকা সহ হরেক রকম বিনোদনের অস্থায়ী দোকানপাট।
এই দোকান গুলো তে কিছু কেনাকাটা বা খাওয়ার আগে দাম করে নেওয়া ভালো, না হলে পরে হাতিয়ে নিতে পারে।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড়

বিকেলে সন্ধ্যার পূর্বে হালিশহর সাগর পাড় দিয়ে সূর্যকে হাতের কাছে এনে ছবি তোলার মজাটাই আলাদা, সন্ধ্যার সময় সূর্যটাকে এমন মনে হয় যেন আপনার কাছে এসেছে ধরা দিচ্ছে।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর দইজ্জার কুল মাছের প্রজেক্ট।

হালিশহর দইজ্জার কুলে দেখতে পারবেন শতশত মাছে প্রজেক্ট, সাগরের পাড়ে দেশীয় মাছের চাষ করছেন স্থানীয়রা।

বাড়িতে ফেরার পথে হালিশহর দইজ্জার কুল থেকে
সাগরের তাজা মাছ, কম দামে কিনে নিতে পারবে, ইলিশের সিজনে আসলে তো আর কথাই নাই, বাজারে চেয়ে মাছ এখানে মাত্র অর্ধেক দামে পাবেন।

সকালে গিয়ে তেমন মজা পাবেন না, দুপুরের পরে লোকজনের ভিড় জমে, তাই বিকালে গেলে ভালো লাগবে।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর সাগর পাড় লিংক রোড

হালিশহর দইজ্জার কুল কিভাবে যাবেন,
আলংকার মোড় থেকে রিজার্ভ সিএনজি ভাড়া ১০০ থেকে ১২০ টাকা নিবে।
আলংকার মোড় থেকে রিকশা ভাড়া ৪০ থেকে ৬০ টাকা নিবে।
সাগরিকা বিটেক বাজার থেকে লোকাল টমটম জনপ্রতি ১৫ করে নিবে।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

ইপিজেড, আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট,
জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট থেকে রিজার্ভ সিএনজি নিয়ে হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড়। সাগরিকা জেলে পাড়া সাগর পাড় যে যেই নামে চিনে, ভাড়া নিবে ১৫০ থেকে ২২০ টাকা দরদাম করে গাড়ি ঠিক করেবেন।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

ইপিজেড, আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট,
জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট থেকে লোকাল বাস বা টেম্পো করে, নয়া বাজার বা সাগরিকা মোড় নেমে টমটমে করে চলে আসতে পারেন, হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড়। সাগরিকা জেলে পাড়া সাগর পাড়।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর সাগর পাড় বে-টার্মিনাল

খাবেন কোথায়।
জেলে পাড়া সাগর পাড়ে তেমন কোন ভালো রেস্টুরেন্টে নাই, এখানে চা-পরটা, ডাল ভাজি, বিস্কুট, চটপটি ফুচকার, কাঁকড়া ভাজি, পিয়াজু ভাজি, বুট বাদাম ভাজা পাবেন, ভালো খাবেরের জন্য চলে যেতে হবে, সাগরিকা আলংকার নয়াবাজার এলাকায়।

হালিশহর সাগর পাড়। হালিশহর দইজ্জার কুল। জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড।

হালিশহর দইজ্জার কুলে সাগরের বুকে সূর্য

থাকবেন কোথায়।
চট্রগ্রামের থাকতে পারেন, আলংকার, নিউ মার্কেট, আগ্রাবাদ, জিইসি এলাকায় ২ স্টার, ৩ স্টার, ৫ স্টার মানের আবাসিক হোটেল পাবেন,
ভাড়া ৪০০ থেকে ১২০০০ হাজার টাকা।

হালিশহর জেলে পাড়া সাগর পাড় ভ্রমণ গাইড টি লিখেছেন, বাংলাদেশি ব্লগার 

bloggerdelowar । ব্লগার দেলোয়ার

www.bloggerdelowar.xyz




সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ







© All rights reserved © 2020 Halishaharnews.com Abouet Privacy Policy Contact us
Design & Development By Hostitbd.Com