হালিশহর বিডিআর মাঠ ভোরের বাজার
হালিশহর জে-ব্লক, এ-ব্লক, আর্টিলারি রোডে প্রতিদিন ফজরের নামাজের সময় থেকে বসে কাঁচাবাজার সকাল ৭/৮ টা পর্যন্ত চলে এই বাজার।
হালিশহর বিডিআর মাঠ ভোরের বাজার।
তাজা শাকসবজি জন্য বিখ্যাত হয়ে উঠেছে কাঁচা বাজার টি। হালিশহর সাগর পাড়ের তাজা বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের সবজি, তাজা প্রজেটের মাছ, সাগরের মাছ, বেশি মুরগী, দেশি হাঁস, কোয়েল পাখি, কবুতর, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, পাকা পেঁপে, পাকা কলা, আপেল, কমলা, মাল্টা সহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় কাঁচা মালামাল বিক্রয় হয়।
হালিশহর বিডিআর মাঠ কাঁচা বাজার।
সকালে আর্মি ক্যাম্প ও বিডিআর মাঠে জগিং করতে আসা লোকজন এখান থেকে কেনাকাটা করে থাকেন।
একজন ক্রেতার সাথে কথা হলো তিনি জানান,
ফজরের নামাজ পড়ে হাটাহাটি শেষে বাসায় যাওয়ার পথে এখান থেকে বাজার করে নিয়ে যায়, বাজারটা বসাতে অনেকটা সুবিধা হয়েছে, এতে করে আর আমাকে বাজারে যেতে হয় না।
হালিশহর বিডিআর মাঠ, মুরগী বিক্রেতা।
একজন বিক্রেতা জানান, সকালের দিকে ঘন্টা দোকানদারি করে ২/৩ হাজার টাকার সবজি বিক্রি করেন তিনি, এতে ৪/৫ শত টাকা লাভ থাকে, বিকেলেও অন্য বাজারে আবার দোকানদারি করেন। সকালে বাজারটি বসাতে বার্তি কিছু ইনকামের সুযোগ হয়েছে।
হালিশহর বিডিআর মাঠ ভোরের বাজার।
প্রতিদিন শত শত ক্রেতা সমাগম ঘটে এ বাজারটিতে, শুক্রবার ও শনিবার হলে বেড়ে যায় ক্রেতার সংখ্যা।
Leave a Reply