1. admin@halishaharnews.com : halishaharnews com : halishaharnews com
  2. varasheba01@gmail.com : Md Sajjad Hossen : Md Sajjad Hossen
হালিশহর চৌচলা সাগর পাড়। চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড। - halishaharnews.com - চট্টগ্রাম হালিশহরের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম - হালিশহর সংবাদ সত্যের সন্ধানে অবিচল
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলা উদ্বোধন ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট ফ‍্যামিলি ঘর ভাড়া দেওয়া হবে। Halishahar News খুলশী এলাকায় রেডি ফ্লাট বিক্রি করা হবে। আগ্রহীগন যোগাযোগ করুন। মির্জাপুল এলাকায় বাসা ভাড়া দেওয়া হবে। halishsahar news একটি শোক সংবাদ – আমেরিকা প্রবাসী নিজাম উদ্দিনের মা ইন্তেকাল করেছেন Cox Hill Tower in Cox’sbazar | কক্স হিল টাওয়ার আবাসিক হোটেল | Hotel booking in Bangladesh Sea Front Resort in cox’sbazar | Hotel booking গ্রাম বাংলা ট্রান্সপোর্ট বাস এর সকল কাউন্টার আপডেট নাম্বার | গ্রাম বাংলা ট্রান্সপোর্ট- চট্রগ্রাম ফেনী কুমিল্লা বরুড়া কক্সবাজার জেনে নিন চট্টগ্রাম সিটিতে কোন মার্কেট কোন দিন বন্ধ থাকে | চট্টগ্রামে সাপ্তাহিক মার্কেট বন্ধের সময়সূচী




হালিশহর চৌচলা সাগর পাড়। চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

হালিশহর চৌচলা সাগর পাড়। চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

চট্টগ্রাম হালিশহর এর পশ্চিমে অবস্থিত চৌচলা
সমুদ্র সৈকত, বর্তমানে রাস্তার একপাশে সিমেন্ট তৈরি করার কারখানা, আরেক পাশে ক্ষেত খামার, একটু সামনে গেলেই, ঢাকা-চট্টগ্রাম রিং রোড, রিং রোডে উঠলে দেখা মিলবে সাগরের, রিং রোডের পাশে রয়েছে বসার জন্য সিমেন্টের তৈরি সেলাব।

রিং রোড থেকে আধা কিলোমিটার হেঁটে গেলেই
সাগরের পানি দেখা পাবেন।

একসময় চৌচালা সাগর পাড়ে কেওড়া বন থাকলেও এখন আর নেই, নেই কোনো সবুজ ঘাস।

টার্মিনাল নির্মাণের জন্য, জায়গাটিতে এখন আর তেমন ঘুরাঘুরির কোন ব্যবস্থা নেই, এক সময় মানুষ সকাল থেকে এখানে পিকনিক করতো, সারাদিন জমজমাট থাকতো এই চৌচলা সমুদ্র সৈকত, বিকাল হলে নামতো হাজার হাজার মানুষের ঢল।

চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

 

এখনো বিকেল হলে অনেক মানুষ আসে, বিকেলের দিকে এসে মোটামুটি নিরিবিলি পরিবেশে বসতে পারবেন, তবে এখানে ছবি তোলার মজাটাই আলাদা।

আশা করা যাচ্ছে, ২০২১ সালের শেষ নাগাদ, আবারো আগের সেই সবুজ নিরিবিলি সুন্দর পরিবেশ ফিরে আসবে, আবারো হাজার হাজার পর্যটক এ মুখরিত হবে চৌচালা সাগরপাড়া।

কেন আসবেন চৌচালা সাগরপাড়?
সাগর পাড়ে বসার জন্য,
নিরিবিলি সময় কাটানোর জন্য,
প্রকৃতির দর্শন পাওয়ার জন্য।

কি কি দেখার আছে চৌচালা সাগর পাড়ে?
বঙ্গোপসাগরে মোহনা
সূর্য ডোবা
ঢাকা চট্টগ্রাম রিং রোড।

 

চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

কোথায় খাবেন?
চৌচালা সাগর পাড়ে বুট, বাদাম, রং চা, পান, সিগারেট, চিপস, চকলেট ছাড়া আর কিছু পাবেন না।
মোটামুটি মানের নাস্তা করার জন্য হালিশহর হুজুরের বাড়ির মোড়ে কিছু ভাত ও নাস্তার হোটেল আছে।
ভালো মানের খাবারের জন্য চলে আসতে হবে বড়পুল মোড়, সেখানে নবাব হোটেল, রসনা বিলাস, রয়েল হোটেল, ফাতেমা হোটেল, মক্কা হোটেল সহ অনেকগুলো হোটেল রয়েছে।

 

চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।

কোথায় থাকবেন?
থাকার জন্য চৌচালা সাগর পাড়ে আসপাশে
কোন ব্যবস্থা নেই, আপনাকে চলে যেতে হবে আগ্রাবাদ এলাকায়, সেখানে ২ স্টার ৩ স্টার মানের কয়েকটি আবাসিক হোটেল আছে,
হোটেল আগ্রাবাদ, হোটেল সেন্টমার্টিন, হোটেল ল্যান্ডমার্ক, হোটেল অর্কিড, হোটেল দুবাই। ভাড়া নিবে ৮০০ থেকে ৬০০০ টাকা, হোটেল বুকিং দিতে VaraSheba.com এর সাথে যোগাযোগ করতে পারেন, ওনারা চট্রগ্রামের খুব ভালো সার্ভিস দেন।

কিভাবে যাবেন চৌচালা সাগর পাড়ে?
হালিশহর বড়পুল মোড় ব্রিজ থেকে টমটমে করে সাগর পাড়ে যেতে পারবেন, ভাড়া নিবে ১২ টাকা।
অটোরিকশা বা বাংলা রিক্সা করে যেতে পারে, ভাড়া নিবে, ৪০/৫০ টাকা।
রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন ভাড়া নিবে ১০০/১৩০ টাকা।
অথবা প্রাইভেট কার করে যেতে পারেন, একসাথে ঘুরে আসতে পারবেন, আকমল আলী সাগর পাড়, আনন্দবাজার সাগর পাড়, চৌচালা সাগর পাড়, আর্টিলারি ফায়ারিং সেন্টার সাগর পাড়, জেলেপাড়া সাগরপাড়, প্রাইভেট কার ভাড়া নিয়ে ২/৩ ঘন্টায় বিকেল বেলায় সব গুলো একসাথে
ঘুরে ফিরে দেখতে পারবেন। ভাড়া নিবে ১২০০/২০০০ টাকা। আপনি গাড়ি খুজে না পেলে, উনাদের সাথে যোগাযোগ করতে পারেন, 01622312299 গাড়ি ভাড়া জন্য।

চৌচলা সমুদ্র সৈকত ভ্রমণ গাইড টি লিখেছেন
বাংলাদেশী ব্লগার,
Bloggerdelowar
www.bloggerdelowar.xyz

 

 

গাড়ি ভাড়া, হোটেল ভাড়া, বাসা ভাড়া, গোড়ার গাড়ী ভাড়া, শ্রমিক ভাড়া সহ অন্যান্য কিছু ভাড়া নিতে ভিজিট করুনঃ- varasheba.com




সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ







© All rights reserved © 2020 Halishaharnews.com Abouet Privacy Policy Contact us
Design & Development By Hostitbd.Com