চট্রগ্রাম হালিশহর এ-ব্লক কাঁচা বাজার যা এব্লকের মানুষের খুব প্রিয় ও প্রয়োজনীয় কাঁচা বাজার। যা প্রতিদিন দুপুর ২ টার পর থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলে, এই বাজার থেকে তাজা সাগর পাড়ে সবজি, সীতাকুণ্ডে সবজি, দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের সবজি, সাগরের মাছ, প্রজেক্টে মাছ, পুকুরের মাছ, ছাগলের মাংস, গরুর মাংস, হাস, বেশি মুরগী, সোনালী মুরগী, ফার্মের মুরগী, তাজা ফল সহ নির্ত প্রয়োজনীয় কাঁচা বাজার ক্রয় করেন এই এলাকার বাসিন্দারা।
হালিশহর এ-ব্লক কাঁচা বাজার
এব্লকের বাসিন্দা, নাজনীন সুলতানা হালিশহর নিউজ কে বলেন- এই কাঁচা বাজার থাকাতে আমাদের অনেক উপকার হচ্ছে, সময় ও টাকা দুইটাই সেভ হয়, বাসায় বাচ্চাদের রেখে দূরের বাজারে যাওয়া অনেক কষ্টকর, বাসার পাশে এব্লক কাঁচা থেকে কমদামে তাজা বাজার করতে পারি।
হালিশহর এ-ব্লক কাঁচা বাজার
এই বাজারের শুরু কখন থেকে, তা নিয়ে আছে ভিন্ন মত, কেও পুরোপুরি বলতে পারেনি কখন এব্লক কাঁচা বাজারে শুরু হয়েছে, কেও কেও বলছে ১৯৮০ সাল থেকে আবার কয়েকজন বললেন ২০০০ সাল থেকে, তবে বাজার টি প্রথমে গরুর মাঠে শুরু হয়, সেই খান থেকে পরে সুপারমার্কেট নিয়ে যায় এব্লক কাঁচা বাজার কর্তৃপক্ষ, সুপারমার্কেটে কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায় এব্লক কাঁচা বাজার, এর পর আবার এব্লক ৭ নম্বর লাইনের সামনে প্রকাশ (গরুর মাঠ) এর পাশে শুরু হয়, কয়েক বছর টানা চলছে এই বাজার, যা হালিশহর এব্লকের বাসিন্দাদের মনে যায়গায় করে নিয়েছে।
একজন মাছ বিক্রেতা হালিশহর নিউজ কে বলেন, বেচাকেনা খুব ভালো হয়, প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকা ইনকাম করতে পারেন তিনি, তার দোকানে ৩ জন কর্মচারী আছে, এই এলাকায় বেশিরভাগ বিদেশি হওয়ায় ভালোই বিক্রয় হয় বলে জানান, তিনি বারোয়ারহাট মিরসরাই ও দেশের বিভিন্ন যায়গা থেকে মাছ পাইকারী কিনে এনে, এখানে খুচরা বিক্রয় করেন।
হালিশহর এ-ব্লক কাঁচা বাজার
এই এ-ব্লক কাঁচা বাজারে প্রতিদিন ৪০/ ৪৫ টি দোকান বসে, যেখানে ১০০ বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে, হাজার পরিবার পেয়েছে হাতের কাছে কেনাকাটার সুযোগ।
Leave a Reply