হালিশহর আকম আলী সাগর পাড়। আকম আলী দইজ্জার কুল। কলসিদিঘী সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।
চট্টগ্রাম হালিশহর এর পশ্চিমে অবস্থিত হালিশহর আকম আলী সাগর পাড়, অনেকেই আবার কলসিদিঘীর সাগর পাড় বা হালিশহর আকম আলী সমুদ্র সৈকত নামে চিনে থাকেন।
হালিশহর আকম আলী সাগর পাড়ে প্রতিদিন শত শত দর্শনার্থী ঘুরতে আসেন, সাগর, নৌকা, বোট, কেওড়া বনে
বসে মনে সুখে আড্ডা দিতে পারেন পরিবার বা প্রিয়জনকে নিয়ে।
বিকেল হলে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়, হালিশহর আকম আলী সাগর পাড়ে বসেন অস্থায়ী চটপটি ফুচকার দোকান, কাঁকড়া ভাজি, পিয়াজু ভাজি, বুট বাদাম ভাজা ও খেলনার অস্থায়ী দোকানপাট।
এই দোকান গুলো তে কিছু কেনাকাটা বা খাওয়ার
আগে দাম জিজ্ঞেস করে নিবেন, না হলে পরে বেশি দাম দিয়ে আসতে হবে।
বিকেলে সন্ধ্যার পূর্বে হালিশহর আকম আলী সাগর পাড় দিয়ে সূর্যকে হাতের কাছে এনে ছবি তোলার মজাটাই আলাদা, সন্ধ্যার সময় সূর্যটাকে এমন মনে হয় যেন আপনার কাছে এসেছে ধরা দিচ্ছে।
কলসিদিঘী সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।
পিকনিক করার জন্য সুন্দর একটি জায়গা, ছোট বড় সব ধরনের পিকনিক করা যায় এই সাগর পাড়ে। পিকনিক করার জন্য কাওকে কোন টাকা দিতে হয় না, এইটা সম্পুর্ন ফ্রি।
সকালে গিয়ে তেমন মজা পাবেন না, দুপুরের পরে লোকজনের ভিড় জমে, তাই বিকালে গেলে ভালো লাগবে।
হালিশহর আকম আলী সাগর পাড় কিভাবে যাবেন?
ফ্রি পোট মোড় থেকে রিজার্ভ সিএনজি ভাড়া ১০০ থেকে ১২০ টাকা নিবে।
ফ্রি পোট মোড় থেকে রিকশা ভাড়া ৪০ থেকে ৬০ টাকা নিবে।
ফ্রি পোট কলসিদিঘীর রোড থেকে লোকাল টমটম জনপ্রতি ১৫ করে নিবে।
ইপিজেড, বড়পোল, আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট থেকে রিজার্ভ সিএনজি নিয়ে হালিশহর আকম আলী সাগর পাড়। কলসিদিঘী সাগর পাড়। আকম আলী সমুদ্র সৈকত যে যেই নামে চিনে, ভাড়া নিবে ১২০ থেকে ২২০ টাকা দরদাম করে গাড়ি ঠিক করবেন।
আকম আলী দইজ্জার কুল সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।
ইপিজেড, বড়পোল, আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট থেকে লোকাল বাস বা টেম্পো করে, বড়পোল বা ইপিজেড মোড় নেমে টমটমে করে চলে আসতে পারেন, হালিশহর আকম আলী দইজ্জার কুল। আকম আলী সমুদ্র সৈকত এ ভাড়া নিবে ১৫ থেকে ২০ টাকা।
খাবেন কোথায়।
আকম আলী সাগর পাড়ে তেমন কোন ভালো রেস্টুরেন্টে নাই, এখানে চা-পরটা, ডাল ভাজি, বিস্কুট, চটপটি ফুচকার, কাঁকড়া ভাজি, পিয়াজু ভাজি, বুট বাদাম ভাজা পাবেন, ভালো খাবেরের জন্য চলে যেতে হবে, ইপিজেড, বড়পোল, আগ্রাবাদ এলাকায়।
আকম আলী সমুদ্র সৈকত ভ্রমণ গাইড।
থাকবেন কোথায়।
চট্রগ্রামের থাকতে পারেন, আলংকার, নিউ মার্কেট, আগ্রাবাদ, জিইসি এলাকায় ২ স্টার, ৩ স্টার, ৫ স্টার মানের আবাসিক হোটেল পাবেন,
ভাড়া ৪০০ থেকে ১২০০০ হাজার টাকা।
হোটেল বুকিং দিতে যোগাযোগ করতে পারেন VaraSheba.com মোবাইল 01622312299 এর সাথে।
হালিশহর আকম আলী সাগর পাড় ভ্রমণ গাইড টি লিখেছেন, বাংলাদেশি ব্লগার
Bloggerdelowar
22-12-2020
Leave a Reply