সুন্ধবী পাড়া ভারপ্রাপ্ত মেয়রের বাড়ির সামনে ময়লার স্তূপ।
একদিকে সুন্ধবী পাড়া জামে মসজিদ ঠিক তার অপর দিকে কবরস্থান, এছাড়া পাশেই আছে সুন্ধবী পাড়া সমাজ কল্যান পরিষদের কার্যালয়, আছে একটি হাসপাতাল, আরো আছে সাবেক প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রের বাড়ি, সব কিছু মিলিয়ে জায়াগাটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তূপ থাকাটা খুবই দুঃখজনক।
সুন্ধবী পাড়ায় ময়লার স্তূপ।
এলাকাবাসী একটু সচেতন না হলে এর কোন সমাধান হবে না। আসুন আল্লাহর পবিত্র ঘর মসজিদ ও করবস্থানের পবিত্রতা রক্ষার্থে আমরা ময়লা আবর্জনা উক্ত স্থানে না ফেলে নির্দিষ্ট স্থান বা ময়লা অপসারণ ভ্যানে ফেলি।
সুন্ধবী পাড়া সাবেক ভারপ্রাপ্ত মেয়রের বাড়ির সামনে।
এলাকার বাসিন্দা এবিএম বাবুল জানান,
আমাদের সাবেক প্যানেল মেয়র ও ৩বার নির্বাচিত কাউন্সিলর দুই-দফা পরিস্কার করেছিলো।
অনেকজনকে বাঁধা দেয়া হয়েছিলো ময়লা ফেলার সময়। মানুষ এতটা নির্লজ্জ, বিবেকহীন, কি আর বলবো।
অনেকে রাতের অন্ধকারে চোরের মত এসে ফেলে যায়।
জমির বিরোধ থাকায় কোনো পক্ষ কিছু বলেনা।
ছবি ও তথ্যঃ- আজম আহমেদ
Leave a Reply