মাইজভান্ডার দরবার শরীফ । ১০ এ মাঘ পবিত্র ওরস শরীফ
মাইজভান্ডার দরবার শরীফ।
চট্টগ্রাম ফটিকছড়ি তে অবস্থিত মাইজভান্ডার দরবার শরীফে প্রতি বছর ১০ এ মাঘ পালিত হয় ওরস শরীফ।
মাইজভান্ডার দরবার শরীফ।
প্রতি বছরের ন্যায় এ বছরও পালিত হয়েছে, পবিত্র ওরস শরীফ, দেশের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ ভক্ত-মুরিদগণ ভবিশ মহিষ গরু ছাগল নিয়ে অংশগ্রহণ করেন।
মাইজভান্ডার দরবার শরীফ।
এই ওরস শরীফ ১০ দিনব্যাপী চলে, প্রদান দিন ১০ এ মাঘ ২৪শে জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে, ১০ এ মাঘ সবচেয়ে বেশি লোক সমাগম হয়ে থাকে।
মাইজভান্ডার দরবার শরীফ।
ওরস শরীফে সারারাত ব্যাপী মিলাদ মাহফিল, মাজার জিয়ার, ছেমা মাহফিল, তবারক বিতরণ, গান নাচানাচির মধ্য দিয়ে সারা রাত অতিবাহিত হয়।
ওরস শরীফ উপলক্ষে দোকানপাট দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মেলা বসে।
ঘুরে আসতে পারেন মাইজভান্ডার দরবার শরীফ।
একদিনের ভ্রমণ গিয়ে মাজার জিয়ারত, নামাজ আদায়, মিলাদ মাহফিলে অংশগ্রহণ, কোনো ওরশ থাকলে তাবারুক গ্রহণ সহ শান্তিময় সুন্দর একটি দিন কাটাতে পারবেন।
মাইজভান্ডার দরবার শরীফে অনেকগুলো মাজার রয়েছে বিশাল এলাকা জুড়ে।
চট্রগ্রাম মুরাপুর বা অক্সিজেন মোড় থেকে সিএনজি বা বাসে করে যেতে পারবেন মাইজভান্ডার দরবার শরীফ,
বাস ভাড়া মুরাদপুর থেকে ৪০ থেকে ৫০ টাকা নিবে।
বাস ভাড়া অক্সিজেন মোড় থেকে ৩০ থেকে ৪০ টাকা নিবে।
সিএনজি জনপ্রতি অক্সিজেন মোড় থেকে ৫০ থেকে ৭০ টাকা নিবে।
Leave a Reply