মহামারী করোনার কড়াল গ্রাসে,
বিশ্ববাসী অসহায় আজ প্রাণনাশের ত্রাসে।
চীনের উহান রাজ্যের শহরের উৎপত্তি হয়ে ছাড়িয়ে গেছে বিশ্ব, করোনার ভয়াবহ থাবায় অগণিত পরিবার আজ নিঃস্ব।
মরণব্যাধি মহামারী তুই ছাড়ালি বসতবাড়ি,
কোয়ারেন্টাইনে বসে ভাবি যেতে হবে বুঝি দুনিয়া ছাড়ি।
লক্ষ লক্ষ প্রাণ গেল, পরিবার হলো স্বজন হারা, শিকার হবে তোর ছোবলে, ভাবতোনা কেউ তারা।
স্বজনেরা ও দূরে থাকে, করোনা তোর ভয়ে,
হতবাক বিশ্ব, অসহায় দেশ, ব্যস্ত তোকে জয়ে, কর্মজীবী, ব্যবসায়ী, দিনমজুর, নিজ প্রানের মায়া দিল ছাড়ি।
নিরাপদে থাক পরিবার- তোর ভয়াল থাবায় নিসনা যেন কাড়ি।
ডাক্তার বিজ্ঞানী আরও যতো মহাজ্ঞানী সবারই আজ একটা আশা, পৃথিবী ও দেশ থেকে কবে বিতাড়িত হবে, মহামারী করোনা সর্বনাশা।
কবিতার আসর হালিশহর নিউজ
লিখক
শাহীন হাওলাদার
কর্মরতঃ
কম্পিউটার অপারেটর
ফিনিশিংঃ বিভাগ
প্যাসিফিক জিন্স লিমিটেড।
সূত্রঃ- প্যাসিফিক জিন্স, আলোকিত আগামী ২০২১
Leave a Reply