বোয়ালখালীর ইউএনও করোনা ভাইরাসে আক্রান্ত।
নিজস্ব প্রতিবেদকঃ
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মত একজন নারী ইউএনও আক্রান্ত হলেন।
মঙ্গলবার (৯ জুন) রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
গত সাতদিন ধরে আইসোলেশনে থাকা ইউএনও বেগম আছিয়া খাতুন বলেন,কাপুনি থাকায় সন্দেহ দূর করতে ৬ জুন নমুনা দিয়েছিলাম। আজ রাতে বিআইটিআইডির রিপোর্টে পজিটিভ এসেছে। এখন
হোম কোয়ারেন্টিনে রয়েছি।
তিনি বলেন, আগে কাপুনি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন অবশ্য কোনো উপসর্গই নেই। মোটামুটি সুস্থ।
bangla news paper today, Article-National, Chittagong, Halishahar, Sawndip, Business, Entertainment, Sports, Crime, Politics, Education, Lifestyle, Travel, latest bangla news headlines, breaking news in bangla on Halishahar News, হালিশহর সংবাদ সত্যের সন্ধানে অবিচল
Leave a Reply