ভেজাল ও অনুমোদন বিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটি আই ও ক্যাবের যৌথ অভিযান ও মামলা।
হালিশহর বি-ব্লক ফুড ভ্যালী ও ফইল্যাতলী বাজারে মাছ, মাংস, সবজি, মুদির দোকান সহ বিভিন্ন দোকানে আজ বিএসটিআই ও ক্যাব যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই ও ক্যাব যৌথ অভিযান।
বিএসটিআই ও ক্যাবের যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর টিম লিডার সহ-পরিচালক মোহাম্মদ নূর মোহাম্মদ মোস্তফা, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রতিনিধি- এমদাদুল করিম সৈকত, আবু ইউসুফ সন্দ্বীপী, মোঃ বাদশা, মুহাম্মদ ইউসুফ সহ প্রমুখ।
ফইল্যাতলী বাজারে বিএসটি আই ও ক্যাবের যৌথ অভিযান।
অভিযানে টীম লিডার-নূর মোহাম্মদ মোস্তফা জানান- হালিশহরে ও ফুড ভ্যালী তাদের প্রস্তুতকৃত দইয়ের কৌটায় রেজিস্ট্রেন বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়া ও উৎপাদনের তারিখ ও মেয়াদ না লেখা সহ ফইল্যাতলী বাজারে মাছ, মাংস, সবজি ও মুদির দোকানে ওজনে কম ও অনুমোদনহীন মাপ যন্ত্র থাকার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মামলা দেয়া হয়েছে।
Leave a Reply