নতুন ব্রিজের বর্তমান অবস্থা। টাকা দিতেই হবে, এই প্রশিক্ষণ প্রাপ্ত বাচ্চাদের।
চট্রগ্রাম নতুন ব্রিজের বর্তমান অবস্থা গাড়ি থেকে নামলে আপনার পকেটে টাকা থাকুক বা না থাকুক টাকা আপনাকে দিতে হবে।
না দিলে পা ছাড়বে না, তাদের যদি আপনি ভাংতি টাকা নাই বলেন আপনার টাকা না থাকলে ও যদি তাদের বুঝান তারা বুঝার চেষ্টা করে না।
ছবি ও তথ্যঃ- মান্না
পরে একটু ধমক দিলে গালিগালাজ করে দৌড়ায় পালিয়ে যায়, বিশেষ করে মেয়েদের কঠোর পরিস্থিতিতে পড়তে হয় জামা ধরে টানাটানি করে.এরা খুব প্রশিক্ষণ প্রাপ্ত দেখলে বুঝা যায়।
তাই প্রশাসন এর নিকট দৃষ্টি আকর্ষণ করছি।
ছবি ও তথ্যঃ- মান্না—————————————————
তুলি দাস জানান,
এই রকম একবার আমার ভাংতি টাকা ছিলো না, বলছিলাম ও ভাংতি নাই, আমি শাড়ি পড়া ছিলাম, টান দিছে শাড়ি ছিঁড়ে ফেলছিলো। কিছু বলিও নাই, ধমক দিলে যদি কেউ পিক তুলে বা ভিডিও করে নেটে দেয়, আমি খারাপ আচরন করছি,ওরা গরীব সাহায্যে করা উচিত ছিল ইত্যাদি শুনতে হইতো।ছবি ও তথ্যঃ- মান্না
—————————————————
উম্মে নেহা চৌধুরী জানান,
খাস্তগীর স্কুলের মোড় টায় ও এমন হয়েছে, আমার সাথে, গাড়ি ধরে বাড়ি ফিরব। হঠাৎ – বলে কিনা আপু কিছু খাওয়ান..ভেলপুরি দেখে, ওখানে গিয়ে বললাম, আমি টাকা দিয়ে যাচ্ছি ওনাকে, গাড়ি ধরা লাগবে, খেয়ে নিস তোরা. এ বলে এ, নাকি এটা খাবে না কোণ আইসক্রিম (৫০/৬০টাকা+) খাবে।আমি বললাম খরচ করে ফেলছি সব, এত নেই, বলে চলে যাচ্ছি গাড়ির জন্য, ওমনি বোরকা ধরে টানা হেচড়া, লজ্জা লাগছে জোর করে ছুটাইছি শেষ মেষ। আর ওমনি এ বলে ওঠল – আপনারা বড়লোক দেখি এমন করেন, আমরা গরীব দেখি মারতে পারবেন শুধু …
বিশ্বাস করেন আমি, একটা কিছু বাড়তি বলি নাই.. কিন্তু সবার সামনে চিল্লাই চিল্লাই সে এভাবে অপমান করছে ,পুরা চোখের পানি চলে আসছে।ছবি ও তথ্যঃ- মান্না
Leave a Reply