রাতের শেষে
মিষ্টি হেসে
থাকো চোখ খুলে।
নতুন আলোয়
নতুন ভোরে
দুঃখ যাবে ভুলে।
ঝিলমিলিয়ে হাসবে তুমি
আঁধার হবে শেষ,
নতুন আলো হাসবে আবার
আমার বাংলাদেশ।
জোছনা মাখা রুপালী চাঁদ
বাঁকা চাঁদের হাসি,
ছড়িয়ে পড়ে মিষ্টি আলো
জোছনা রাশি রাশি।
নতুন আলো – শাহনাজ আক্তার।
লিখক
শাহনাজ আক্তার
কর্মরতঃ
কিউ.সি
কিউ এ ডিঃ- বিভাগ
প্যাসিফিক জিন্স লিমিটেড।
সূত্রঃ- প্যাসিফিক জিন্স, আলোকিত আগামী ২০২১
Leave a Reply