চান্দঁগাও এলাকায় মিনি হাসপাতাল।
চট্টগ্রামে নগরীর চাঁন্দগাও ‘মিনি হাসপাতাল’ খুলেছেন তরুণ ব্যবসায়ী ইকবাল হোসেন।এখানে দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা।
করোনা ক্রান্তিকালে ধুঁকে ধুঁকে মৃত্যু মুখে পতিত হওয়া থেকে বাঁচাতে এবং নিজ এলাকার লোকজনকে চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ নগরীর হামিদচরে ‘মিনি হাসপাতাল’ খুলেছেন।
৫ বেডের এই মিনি হাসপাতালের তত্ত্বাবধানে থাকবেন কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক। রোগীদের সহায়তায় থাকবে স্বেচ্ছাসেবী। ২৪ ঘন্টার এই হাসপাতালে একজন রোগী সব ধরনের চিকিৎসা পাবেন। যাদের
শ্বাসকষ্ট আছে,অক্সিজেন
অক্সিজেনসহ চিকিৎসা নিচ্ছে এক রোগী
প্রয়োজন অথচ সামর্থ্য নেই তাদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে অক্সিজেন। এছাড়াও রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে রাখা হয়েছে রাত যাপনেরও সু-ব্যবস্থা।
প্রতিটি এলাকায় এমন উদ্যেগ নেওয়া এখন খুবি জরুরী।
কেউ অসুস্থ হলে অন্তত প্রাথমিক চিকিৎসা পাবে।
https://halishaharnews.com/
চান্দঁগাও এলাকায় মিনি হাসপাতাল।Halishahar News
Leave a Reply