চট্টগ্রাম সন্দ্বীপের রিকল প্রজেক্ট এসডিআই ও দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় অসহায়দের মাঝে সহায়তা প্রদান
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম সন্দ্বীপের রিকল প্রজেক্ট এসডিআই ও দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় অসহায়দের মাঝে সহায়তা
প্রদান করা হয়েছে, দুই দিনে ইউনিয়নের নিম্নআয়ের ১৫৬ জনের মাঝে এই সহায়তা প্রদান করা হয়, ১০ই জুন সহায়তা
প্রদানের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে, ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে রিকল প্রজেক্ট ২০২১ দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় কভিড ১৯
হিসেবে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে ৮ই জুন। প্রথম দিনের রহমতপুর দক্ষিণ-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে স্বাস্থ্যবিধিমেনে
কভিড ১৯ সহায়তা প্রদান শুরু হয়েছে, রহমতপুর ইউনিয়ন এ ৮৩ জনকে সহায়তা প্রদান করার পর ৯ই জুন সকালে আজিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৭৩ জন এবং মূসাপুর ইউনিয়ন আবদুল্লাহ খুরশিদ
প্রাথমিক বিদ্যালয় সহায়তা প্রদান শুরু হয়েছে, আগামীকাল কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন এ ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে এর সফল সমাপ্তি ঘটবে।
আজিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজকে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ,
আব্দুল আজিজ চেয়ারম্যান জানান রিকল প্রজেক্ট এসডিআই দীর্ঘদিন সময়ে অবকাঠামো উন্নয়নসহ দরিদ্র মানুষের উপার্জন বাড়ানোর জন্য বিভিন্ন সহায়তা করেছে,
সন্দ্বীপের রহমতপুরে আজিমপুর মুসাপুর কালাপানিয়া সহ চারটি ইউনিয়নের এলাকার পরিষদের রিকল প্রজেক্ট এলাকার ২৫০ জনকে সহায়তা সরূপ
সাবান, ডিটারজেন্ট পাউডার, সেনিটারি ন্যাপকিন, সহ ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে এবং ২৫০ জন উপকার ভোগীর তালিকা
প্রণয়ন করেছে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া অনুকরণীয় হতে পারে বলে
জানান রিকল প্রজেক্ট কর্মকর্তাবৃন্দ।
Halishahar News | হালিশহর সংবাদ সত্যের সন্ধানে অবিচল
Leave a Reply