আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালে: মাওলানা জাকারিয়া নোমান ফয়জীর শোক প্রকাশ।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও মেখল হামিয়ূসসুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন:দেশের অন্যতম শীর্ষ আলেম পীরে কামেল আল্লামা কাসেমী আজ ১৩ ডিসেম্বর রোজ: রবিবার বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লামা নূর হোসাইন কাসেমী গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থাকায় করানো পরীক্ষা করা হয়। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে।
তিনি আরো বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালে দেশবাসী একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেমকে হারাল৷ইতিহাস তাঁর অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
ইন্তিকালের সাময় আল্লামা নূর হোসাইন কাসেমীর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে যান।আগামীকাল সকাল ৯টায় ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এসময় তিনি আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান৷
Leave a Reply